তালায় আগুনে পুড়ে ৫ টি দোকান ভস্মীভূত! ১০ লক্ষ টাকার ক্ষতিসাধন

0
279

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি :
সাতক্ষীরার তালায় আগুন লে‌গে ৫‌টি মুদি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে তালা সদরের ব্রীজ সংলগ্ন এলাকায় এ অগ্নিকা‌ণ্ডের ঘটনা ঘটে। ত‌বে, কিভাবে এ আগুনের সূত্রপাত হয়েছে সে সম্প‌র্কে এখ‌নো নি‌শ্চিত হওয়া যায়‌নি।
স্থানীয়রা জানান, হঠাৎ আগুনে জ্বলতে দেখে এলাকাবাসী দ্রুত থানার সংবাদ দিলে তালার এসআই প্রীতিশ রায় ঘনটাস্থলে পৌছে তার নিজ উদ্যোগে তালা-পাইকগাছা সড়ক নির্মাণ কাজে নিয়োজিত ঠিকাদারের পানির গাড়ি নিয়ে হাজির হন। এ সময় দ্রুত আগুন নিয়ন্ত্রের চেষ্টা করা হয়। অন্যদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। প্রায় ৪৫ মিনিট পর উক্ত আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু তার আগেই পুড়ে শেষ হয়ে যায় দোকানের মালামাল, টাকাসহ অন্যান্য জিনিসপত্র।
স্থানীয় ব্যবসায়ী ইউনুস শেখ জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে সবুজ নামে এক ব্যবসীয়র দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় সবুজ, সাইদুল, সোহাগ, আব্দুর কাদেরসহ ৫ জনের দোকন পুড়ে ছাই হয়ে গেছে। এতে ১০ লক্ষ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
এদিকে তালা সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সরদার জাকির হোসেনও ছুটে যান ঘটনাস্থলে। তিনি বলেন, আগুনে দোকান পুড়ে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি হয়ে গেলো।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, পুলিশ খবর শুনে দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। আগুন লেগে ৫‌টি দোকান পুড়ে ব্যবসায়ী‌দের কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here