জগন্নাথপুর প্রতিনিধিঃ জগন্নাথপুরে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় সৈয়দ ছোট মিয়া (৫৮) গুরুতর আহত হয়েছেন। তিনি উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর ঈশানকোনা গ্রামের মৃত সৈয়দ মোবারক আলীর ছেলে। গুরুতর আহত সৈয়দ ছোট মিয়াকে জগন্নাথপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানাযায়, রবিবার বিকেল সাড়ে ৫টায় সৈয়দপুর ইশানকোনাস্হ তহুরা মার্কেটে গ্রামের উন্নয়ন নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সৈয়দ ছোট মিয়া তার বক্তব্য প্রদানকালে প্রতিপক্ষ একই গ্রামের সৈয়দ শিলা মিয়ার ছেলে সৈয়দ হাবিল মিয়া ও মৃত সৈয়দ আছানক মিয়ার ছেলে সৈয়দ শাহান মিয়ার নেতৃত্বে তার লোকজন হামলা চালায়। এসময় হামলাকারীদের রামদা ও লোহার রডের আঘাতে সৈয়দ ছোট মিয়া গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন হামলাকারীদের কবল থেকে সৈয়দ ছোট মিয়াকে উদ্ধার করে জগন্নাথপুর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় আহত সৈয়দ ছোট মিয়ার ছেলে রাজ্জাক আহমেদ রাজিক বাদি হয়ে সৈয়দ হাবিল আহমদকে প্রধান আসামী করে জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।