মাটিতে পড়ে থাকা তার গোছাইতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট যুবকের মৃত্যু

0
186
বিদ্যুৎস্পৃষ্ট

বিরামপুর (দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রুপক (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

নিহত রুপক দিনাজপুরের পার্বতীপুর উপজেলার সরকারপাড়া গ্রামের মোঃ মাহাফুজার রহমানের ছেলে। রবিবার বিকেল আড়াই টার সময় মির্জাপুর মোড়ে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর বিরামপুর উপকেন্দ্র পাশে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়,নিহত রুপক ছিলেন পেশায় একজন ওয়াইফাই টেকনিশিয়ান। সে সামিট কমনিকেশন ডিপা ক্যাবল টি,ভি নেটওয়ার্ক ভবানীপুর,পার্বতীপুর,দিনাজুপর, কোম্পানির অধীনে কাজ করতে (১৯সেপ্টেম্বর) গতকাল শনিবার বিরামপুর মির্জাপুর দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর বিরামপুর উপকেন্দ্রের পাশে ওয়াইফাই এর কাজ করতে আসলে মাটিতে পড়ে থাকা তার গোছানোর সময় ওয়াইফাই এর তারের সাথে কারেন্টের তার থাকা তারের সাথে বিদ্যুৎ স্পৃষ্ট হন। এসময় স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ জুলেখা বেগম তাকে মৃত্যু ঘোষণা করেন।

বিরামপুর থানার তদন্ত (ওসি) মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,পৌর শহর এলাকায় মির্জাপুর দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর বিরামপুর উপকেন্দ্রের পাশে ওয়াইফাই এর কাজ করতে আসলে মাটিতে পড়ে থাকা তার গোছানোর সময় ওয়াইফাই এর তারের সাথে কারেন্টের তার থাকা তারের সাথে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রুপক নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিরামপুর থানায় একটি UD (ইউডি) মামলা প্রক্রিয়াধীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here