চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শৌচাগার থেকে মালেকা খাতুন নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বেলা ১০ টার দিকে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহটি উদ্ধার করে। মালেকা খাতুন আলমডাঙ্গা উপজেলায় কুয়াতলা গ্রামের গোলাম রসুলের স্ত্রী।
জানা গেছে, গত ৮ সেপ্টেম্বর পেটের পিড়া নিয়ে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ডে ভর্তি হন মালেকা খাতুন। শুক্রবার রাত সাড়ে ১১ টার পর শৌচাগারে যায় মালেকা খাতুন। দীর্ঘ সময় না ফিরলে পাশের এক নারী শৌচাগারে গিয়ে মালেকা খাতুনের ঝুলন্ত মরদেহ দেখতে পায়।
আলমডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসএই) সঞ্জিত কুমার জানান, মালেকা খাতুন দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন। গত দুদিন আগে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। বিভিন্ন রোগ এবং মানষিক চাপ সহ্য করতে না পেরে শুক্রবার দিবাগত রাতে কোন এক সময় শৌচাগারের ভেনটিলেটারে ওড়না দিয়ে আত্মহত্যা করেছেন।