খবর৭১ঃ যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে অস্থায়ী সরকার ঘোষণা করছে তালেবান। তবে দেশটিতে লাখ লাখ মানুষ মানবিক সংকটে পড়তে যাচ্ছে বলে শঙ্কা প্রকাশ করেছে পাকিস্তান। ইসলামাবাদ বলছে, কাবুলে এখন মানবিক সহযোগিতা প্রয়োজন।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে শুক্রবার আফগানিস্তান ইস্যুতে আলোচনায় অংশ নিয়ে সংস্থাটিতে পাকিস্তানের স্থায়ী রাষ্ট্রদূত মুনির আকরাম এ শঙ্কা প্রকাশ করেন। এ সময় তিনি আফগানিস্তানকে আরও বাজে পরিস্থিতি থেকে বের করে আনা, শরণার্থী সমস্যা, শান্তি ও নিরাপত্তার বিষয়টি বিশ্ব নেতৃবৃন্দের দৃষ্টি আর্কষণ করেন।
আকরাম বলেন, করোনা পরিস্থিতি, যুদ্ধ এবং সাবেক সরকারের পতন ও তাদের দুর্নীতির কারণে আফগানিস্তানে মানবিক পরিস্থিতি ভয়াবহ। সেখানে এক কোটি ৮০ লাখ মানুষের জরুরি মানবিক সাহায্যের প্রয়োজন।
গত ১৫ আগস্ট কাবুল দখল করে তালেবান। পরে গত মঙ্গলবার অস্থায়ী সরকারের ঘোষণা দেয় গোষ্ঠীটি।