বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট শহরের সরুইস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে বাগেরহাট জেলা মহিলা দলের সহ-সভাপতি মনোয়ারা কাদেরের সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম.এ সালাম। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শাহিদা আক্তার, সাংগঠনিক সম্পাদক নার্গিস আক্তার ইভা, বাগেরহাট পৌর বিএনপির সভাপতি শাহেদ আলী রবি, বাগেরহাট জেলা কৃষক দলের আহবায়ক আসাফুদৌলা জুয়েল, বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল ইসলাম শান্ত, মহিলা দল নেত্রী রাফেজা বেগম, আয়শা বেগম, লাইলি বেগম,সাগর বেগম, মাহমুদা বেগম, ফারজানা আক্তার কুলসুম, সেলিনা আক্তার, জেবা বেগম, শিল্পি বেগম, ইরা বেগম প্রমুখ।
বক্তারা জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ কারাবন্ধী সকল নেতাকর্মীদের মুক্তি দিয়ে দেশে নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠ নির্বাচন দেওয়ার দাবি জানান।
পরে জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ নেতাকর্মীদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।