পাইকগাছার ইউএনও’র অফিসিয়াল মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবী

0
370

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসারের অফিসিয়াল মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্ন জনপ্রতিনিধিদের নিকট টাকা দাবী করার ঘটনায় থানায় সাধারণ ডায়েরী হয়েছে। পাশাপাশি অফিসিয়াল ফেসবুক আইডিতে এ ব্যাপারে সতর্ক থাকার জন্য সর্বসাধারণকে সতর্ক করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। এ প্রসঙ্গে ইউএনও খালিদ হোসেন জানান, বৃহস্পতিবার আমার অফিসিয়াল মোবাইল নম্বরটি ক্লোন করে ইউএনও’র সহকারী পরিচয় দিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের বরাত দিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান সহ অনেকের কাছে বিভিন্ন কাজ পাইয়ে দেওয়ার নাম করে টাকা দাবী করে। বিষয়টি তারা তাৎক্ষনিকভাবে আমাকে অবহিত করলে আমি আমার অফিসিয়াল ফেসবুক আইডিতে সবাইকে সতর্ক থাকার জন্য সতর্ক বার্তা দেই। আমার জানা মতে এ ধরণের ফাঁদে কেউ পড়েনি। এর আগেও এ ধরণের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে বলে ইউএনও খালিদ হোসেন নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here