আব্দুল আওয়াল, মদন থেকেঃ নেত্রকোণার মদন উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে। বুধবার (১ সেপ্টেম্বর) ২০২১ -২২ অর্থ বছরের আওতায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উচিতপুর তলার হাওরে ৩৭৬ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদন উপজেলা চেয়ারম্যান বীল মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহমেদ, কৃষি অফিসার হাবিবুর রহমান, ওসি ফেরদৌস আলম, ভেটেরিনারি সার্জন অমিত সাহা, উপজেলা মৎস্য কর্মকর্তা (অ:দা:) গোলাম মোস্তফা প্রমুখ।