সৈয়দপুরে অস্বচ্ছল আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে খাদ্য সহায়তা প্রদান

0
311

সৈয়দপুর প্রতিনিধি :
নীলফামারীর সৈয়দপুরে উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কার্যালয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষে দেয়া খাদ্য সামগ্রী তাদের ৬০ জন অস্বচ্ছল সদস্যদের মাঝে বিতরণ করেছে। আজ সোমবার সকালে সৈয়দপুর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় চত্বরে ওই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে সৈয়দপুর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সিনিয়র প্রশিক্ষক কাজী তাহেরা খাতুন ও প্রশিক্ষক মো. আবু বক্কর সিদ্দিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সৈয়দপুর উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মো. মোশাররফ হোসেন জানান,স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় ওই খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ডাল, চাল, আলু পিঁয়াজ ও সাবান। ওই দিন উপজেলার আনসার ও ভিডিপি’র ৬০ জন অস্বচ্ছল সদস্যের হাতে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here