মিজানুর রহমান মিলন সৈয়দপুর :
সৈয়দপুরে মাদক মামলার রায়ে দীর্ঘদিন পলাতক থাকা এক বছর আট মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী সফিয়ার রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার বিকেলে শহরের নিয়ামতপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে তাকে বিকেলে গ্রেফতার করা হয়।
থানা পুলিশ জানায়,সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের আইসঢাল ডাক্তারপাড়ার মৃত. আমির আলীর ছেলে সফিয়ার রহমান গত ২০১৪ সালে চাঁদপুর সদর থানা পুলিশের হাতে গাঁজাসহ আটক হয়। সে সময় তাঁর বিরুদ্ধে চাঁদপুর থানায় মাদক আইনে একটি মামলা হয়। মামলা নম্বর: জি/আর: ৬২০/১৪। ওই মামলায় সে কিছুদিন হাজতবাস খেটে জামিনে মুক্তি পায়। পরে সে মামলা চলা অবস্থায় আদালতে হাজিরা না দিয়ে পলাতক থাকে। এ অবস্থায় তার অনুপস্থিতিতেই আদালত মামলার রায়ে তাকে এক বছর আট মাসের সাজা প্রদান করেন। সে সময় আদালত তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আদালতের গ্রেফতারি পরোয়ানাটি সৈয়দপুর থানায় এলে থানা পুলিশ তাকে ধরতে সোর্স নিয়োগ করেন। পরে সোর্সের দেয়া তথ্যের ভিত্তিতে গত রবিবার তাকে শহরের নিয়ামতপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। থানার উপ-পরিদর্শক তৈমুর ও সহকারি উপ-পরিদর্শক মো. আমিনুল ইমলাম যৌথভাবে ওই অভিযান পরিচালনা করেন।
সৈয়দপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আতাউর রহমান জানান, আসামী সফিয়ার রহমানকে আদালতে সোর্পদ করা হয়েছে।