খবর৭১ঃ
বিশ্বব্যাপী চলা নৃশংসায় তুরস্ক চোখ বন্ধ করে থাকবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। আফগানিস্তানে থেকে সেনা প্রত্যাহারের আগমুহূর্তে সেখানে তালেবানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা নিয়ে কথা বলতে গিয়ে এসব কথা বলেন।
এরদোগান বলেন, প্রযুক্তি শান্তি আনে, যুদ্ধ না। নাঙা তলোবারির মুখে আফগান মায়েরা যদি তাদের সন্তানদের বিদেশি সেনাদের হাতে তুলে দিতে বাধ্য হন সেই দৃশ্য দেখে আমরা আমরা চুপ থাকি কী করে।
কাবুল বিমানবন্দরে তালেবানের ভয়ে আফগান মায়েদের সন্তান মার্কিন সেনাদের হাতে তুলে দেওয়ার পরিপ্রেক্ষিতে তিনি এ কথা বলেন।