ছাত্রদলের নাশকতার বিরুদ্ধে জবি ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

0
323

জবি প্রতিনিধি: ছাত্রদল ও ছাত্রশিবির সহ সকল অপশক্তির অপতৎপতা ও নাশকতার বিরুদ্ধে পুরান ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন।

রবিবার (২৯ আগস্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মিছিলটি শুরু হয়ে ভিক্টোরিয়া পার্ক, পাটুয়াটুলী হয়ে মিছিলটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় এসে শেষ হয়।

মিছিলে অংশগ্রহণ করা নেতাকর্মীরা বলেন, ছাত্রদলের অপতৎপতার বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ মিছিল হয়েছে। স্বাধীনতা বিরোধী সকল অপশক্তি রুখে দিতে বাংলাদেশ ছাত্রলীগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা সব সময় প্রস্তুত আছে। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে সকল বাধা মোকাবিলা করতে আমরা প্রস্তুত আছি।

মিছিলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ছাত্রলীগের সম্মেলন কমিটির আহ্বায়ক আশরাফুল ইসলাম টিটু, সিনিয়র যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক সৈয়দ শাকিল, ইব্রাহিম ফরাজী, হোসনে মোবারক রিসাত, শান্ত নাজমুল বাবু, তারেক আজিজ, সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ শাহীন, সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, আহবায়ক কমিটির সদস্য, শেখ মেহেদী, আদম শফিউল্লাহ, মুন্নি আক্তার সহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here