সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
উপজেলা সমাজসেবা কাযার্লয়, সৈয়দপুর জাতীয় সমাজকল্যাণ পরিষদের এককালীণ অনুদানের চেক নয়টি স্বেচ্ছাসেবী সংস্থাকে হস্তান্তর করেছে।
গতকাল রবিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে চেক হস্তান্তর করা হয়। চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিন, উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম হুসাইন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আজমল হোসেন এবং বীর প্রতীক মো. মতিউর রহমান।
উপজেলা সমাজসেবা অফিসার নুর মোহাম্মদ জনান, ২০২০-২০২১ অর্থবছরে জাতীয় সমাজ কল্যাণ পরিষদ থেকে স্বেচ্ছাসেবী সংস্থার জন্য নয়টি এককালীণ অনুদানের চেক পাওয়া যায়। অনুদানপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সংস্থাগুলো হলো সৈয়দপুর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা, পূবালী স্কাউটস্ বিজ্ঞান ক্লাব, রূপান্তর মানবিক উন্নয়ন সংস্থা, শাপলা সমাজ উন্নয়ন সংস্থা, শহীদ কুদরত স্মৃতি সংসদ, সুতারপাড়া ইসলামিয়া সমাজ কল্যাণ সমিতি, সৈয়দপুর উন্নয়ন সংস্থা, সৈয়দপুর ডায়াবেটিক সমিতি এবং ডন বাংলাদেশ (ড্রিম অব নেশন)।