কাজী শাহ্ আলম, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা খেতে গিয়ে গোবরের স্তপের জমে থাকা পানিতে ডুবে লিমন ইসলাম (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
জানাগেছে,উপজেলার সিংগীমারী ইউনিয়নের দক্ষিন গড্ডিমারী গ্রামের তাইজুল ইসলামের ছেলে লিমন ইসলাম (৪) শুক্রবার সকালে বাড়ীর পার্শ্বে খেলতে খেলতে একটি গোবরের স্তুপের জমে থাকা পানিতে পরে যায়। কয়েকদিনের টানা বৃষ্টিতে গোবরের স্তপে পানি জমে ভর্তি হয়ে থাকায় সে আর উঠতে পারে নাই। পরে বাড়ির লোকজন শিশু লিমনকে অনেক খোঁজাখুজির পর গোবরের স্তপ থেকে তার লাশ উদ্ধার করে।
সিঙ্গিমারী ইউনিয়ন চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।