এক সপ্তাহ পর আফগানিস্তানে ব্যাংক খুলেছে

0
232

খবর৭১ঃ

তালেবান কাবুল দখলের পর এই প্রথম আফগানিস্তানের ব্যাংক খুলেছে। তবে অনেক মানুষ তাদের সঞ্চয়ের অর্থ তুলতে ভোগান্তি পোহাচ্ছেন।

আল জাজিরার খবরে বলা হয়েছে, গত ১৫ আগস্ট তালেবান কাবুল দখলের পর এই প্রথম ব্যাংক খুলল। রাজধানী শহরের বাংকগুলো গ্রাহকদের সেবা দিচ্ছে। কিন্তু কেউ বড় অংকের টাকা উত্তোলন করতে পারছেন না।

খবরে আরও বলা হয়েছে, ব্যাংকগুলো খোলা থাকলেও আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকে ক্যাশ ঘাটতি থাকার কারণে অনেক সেবাগ্রহীতা অর্থ তুলতে পারছেন না।

এদিকে মানি ট্রান্সফার কোম্পানি ‘ওয়েস্টার্ন ইউনিয়ন’ গ্রাহকদের বিদেশ থেকে পাঠানো অর্থ উত্তোলন করতে দিচ্ছে। বিগত ১ সপ্তাহ ধরে তারা সেবা বন্ধ রেখেছিল।

গত ১৫ আগস্ট তালেবান কাবুল দখলের পর আফগানিস্তানের ব্যাংকগুলো বন্ধ হয়ে যায়। ব্যাংক বন্ধ থাকায় শহরে খাবারের দাম বেড়ে গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here