সুন্দরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

0
264

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় গ্রামে মোজাম্মেল হক ওরফে বিশু (৫২) নামে এক ব্যাক্তির বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে।
জানা যায়, সোমবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মোজাম্মেল হক ওরফে বিশু ঐ গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে ও সোনারায় দাখিল মাদ্রাসার ৪র্থ কর্মচারী ছিলেন। এরআগে দুপুরে বিশু নিজের ক্ষেতে পানি সেচ দেয়ার জন্য তার নিজস্ব পাওয়ার পাম্প (সেচ মেশিন) চালু করতে বৈদ্যুতিক সংযোগ দিতে যান। এ সময় অসাবধানতা বশতঃ তিনি বিদ্যুতায়িত হন। স্বজনরা বিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
থানা অফিসার ইনচার্জ আব্দুুল্লাহিল জামান বিদ্যুৎস্পৃষ্টে মোজাম্মেল হক ওরফে বিশু মৃত্যুর বিষয়টি নিশ্চত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here