ঢাকা-কায়রো সরাসরি ফ্লাইট চালু হচ্ছে

0
261

খবর৭১ঃ ঢাকা-কায়রো সরাসরি ফ্লাইট চালুর লক্ষ্যে চুক্তি সই হয়েছে। আগামী নভেম্বর থেকে সরাসরি ফ্লাইট চালু করতে ইজিপ্ট এয়ার এবং এএলও ঢাকা এভিয়েশনের এ চুক্তি হয়।

গত ১৮ আগস্ট কায়রোতে ইজিপ্ট এয়ারের সদর দপ্তরে দুই পক্ষের মধ্যে এই সমঝোতা চুক্তি হয় বলে সোমবার কায়রোয় বাংলাদেশ দূতবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ইজিপ্ট এয়ারের পক্ষ থেকে মোহামেদ ওয়েল ইদিমারদেশ ও আলো ঢাকা এভিয়েশনের পক্ষ থেকে সৈয়দ আলী সামি চুক্তিতে সই করেছেন।

চুক্তি অনুযায়ী ঢাকা থেকে সপ্তাহে দুইদিন এ ফ্লাইট চলবে। পাশাপাশি কায়রো থেকেও সপ্তাহে দু’টি ফ্লাইট ঢাকায় আসবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here