কিউদের বিপক্ষে টাইগারদের দল ঘোষণা, বাদ পড়লেন মিথুন

0
214

খবর৭১ঃ চলতি মাসের ২৪ তারিখে ঢাকায় আসছে নিউজিল্যান্ড ক্রিকেট টিম। টাইগারদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অনেক আগেই দল ঘোষণা করেছে কিউইরা। এবার সিরিজের জন্য ১৯ সদস্যের স্কোয়াড দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ বিসিবির ঘোষিত স্কোয়াড থেকে বাদ পড়েছেন ব্যাটসম্যান মোহাম্মদ মিথুন। ধারাবাহিক অফ ফর্মের কারণে সদ্য সমাপ্ত দুই সিরিজের (জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়া) কোনো ম্যাচ না খেলেই বাদ পড়েছেন তিনি। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে কোভিড ইস্যুতে খেলতে না পারা উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও ওপেনার লিটন কুমার দাশ ফিরেছেন স্কোয়াডে। দলে ফিরেছেন জিম্বাবুয়ে সিরিজের চলাকালীন দেশে ফেরা স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব।

ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজের মতো নিউজিল্যান্ডের বিপক্ষেও নেই তামিম ইকবাল। হাঁটুর চোটে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের পরই দেশে ফিরে আসা ওপেনার আছেন পুনর্বাসন প্রক্রিয়ার মাঝে। এবারও দেশসেরা এই ওপেনারকে দেখা যাবে না ব্যাট হাতে।

এদিকে, ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ধারাবাহিক বাজে ফর্মে থাকা সৌম্য সরকারের উপর আস্থা হারাচ্ছেন না টিম ম্যানেজমেন্ট। স্কোয়াডে থাকছেন তরুণ শামীম-মোসাদ্দেক-মোহাম্মদ নাঈম। ১৯ সদস্যের দলে আছেন অলরাউন্ডার মেহেদী হাসান-সাইফ উদ্দিন এবং চার পেসার রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

আগামী ২৪ আগস্ট ঢাকায় আসবে কিউইরা। রুম কোয়ারেন্টিন শেষে নামবেন প্রস্তুতিতে। পরে সেপ্টেম্বরে ১-১০ তারিখের মধ্যে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে লাথাম-রিয়াদরা। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি প্রথম টি-টোয়েন্টি ১ সেপ্টেম্বর। পরের চারটি ম্যাচ ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। প্রতিটি ম্যাচই হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে। দুদেশের ক্রিকেটপ্রেমীদের কথা মাথায় রেখে সিরিজের সবগুলো ম্যাচ বিকেল ৪টায় শুরু হবে।

টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম, নুরুল হাসান, শামীম হোসেন, তাইজুল ইসলাম, মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, নাসুম আহমেদ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরীফুল ইসলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here