নতুন প্রধানমন্ত্রী খুঁজছেন মালয়েশিয়ার রাজা

0
375

খবর৭১ঃ মালয়েশিয়ার রাজা আবদুল্লাহ সুলতান আহমদ শাহ দেশটির নতুন প্রধানমন্ত্রী নিয়োগের বিষয়ে আলোচনার জন্য শুক্রবার মালয় শাসকদের সঙ্গে একটি বিশেষ বৈঠক ডেকেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন, রয়্যাল হাউসহোল্ডের নিয়ন্ত্রক আহমদ ফাদিল শামসুদ্দিন।

এদিকে ১৭ আগস্ট পিকে আর, ড্যাপ, আমানাহ, আমনো, পাস এবং পেজুয়াং থেকে দলীয় প্রধানরা রাজার সঙ্গে দুই ঘণ্টার বৈঠক করেছেন।

সোমবার মুহিউদ্দিন ইয়াসিন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর বিভিন্ন দলের প্রধানরা রাজার সঙ্গে এ বৈঠক করেন।

পিকেআর সভাপতি আনোয়ার ইব্রাহিম বলেন, রাজা কোভিড -১৯ এবং অর্থনৈতিক সংকট মোকাবেলায় নেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন।

এদিকে সংসদ সদস্যরা মঙ্গলবার রাজার কাছে প্রধানমন্ত্রীর জন্য তাদের নির্বাচিত প্রার্থীর নাম জমা দেবেন বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here