খবর৭১ঃ নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাজা সহ গ্রেফতার দুই জনকে গ্রেফতার করেছে এস আই মোঃ নিয়াজ মোর্শেদ ও এএস আই মাফুজুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ কালিয়া থানাধীন যাদবপুর গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো:দ্বীন ইসলাম (২৫), পিতাঃ মোহাম্মদ আসাদ শেখ, গ্রাম: যাদবপুর, কালিয়া থেকে গ্রেফতার করিয়া তার নিকট থেকে ৪৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। অপরদিকে, মাদক বিরোধী অভিযান চলাকালীন সময়ে একই দিন সন্ধ্যা ০৬:৩০ ঘটিকার সময় কালিয়া থানাধীন জামরিল ডাঙ্গা গ্রাম হইতে যাদবপুর গ্রামের মোহাম্মদ মাহবুব মোল্লার ছেলে চঞ্চল মোল্লা (২৫) কে ৩৮০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক বিরোধী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে। (১৩আগষ্ট) শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে।আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।