খবর৭১ঃ রাতভর গোলাগুলির শব্দ। চারদিকে বারুদের গন্ধ। আতঙ্কে মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে ছুটে যাচ্ছেন। এক অবর্ণনীয় অবস্থার সৃষ্টি হয়েছে পুরো আফগানিস্তানে। তালেবানরা পৌঁছে গেছে রাজধানী কাবুলের খুব কাছাকাছি।
এ অবস্থায় যুক্তরাষ্ট্র তার দেশের দূতাবাসকর্মী, নাগরিকদের উদ্ধারে অতিরিক্ত সেনা পাঠানোর প্রতিশ্রুতি দিলেও আতঙ্কিত অন্যান্য দেশ। তারা এরই মধ্যে নিজ নিজ দেশের নাগরিকদের নিরাপদে সরিয়ে নেয়ার উদ্যোগ নিয়েছে। কূটনীতিকদের তড়িঘড়ি আফগানিস্তান থেকে সরিয়ে নেয়ার কার্যক্রম শুরু হয়েছে।
একটি পূর্ণাঙ্গ যুদ্ধে পরিস্থিতি যেমন হয়, এই মুহূর্তে আফগানিস্তানে ঠিক সেই অবস্থা। অনলাইন বিবিসি বলেছে, শুক্রবার তালেবানরা রাজধানী কাবুল থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরে অবস্থান করছিল।
আজ শনিবার সকালে বিভিন্ন টেলিভিশন চ্যানেল থেকে বলা হয়েছে, এই দূরত্ব আরও কমে গেছে। এ অবস্থায় জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরাঁ পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে বর্ণনা করেছেন।
এতে বেসামরিক মানুষকে কঠোর পরিণতি ভোগ করতে হবে। এরই মধ্যে কমপক্ষে আড়াই লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।