খবর৭১ঃ
”ধর্ম যার যার রাষ্ট্র সবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে খুলনায় রুপসায় শিয়ালী গ্রামের হিন্দু পাড়ায়, পটুয়াখালীর কলাপাড়ায় রাখাইন এলাকায়, মৌলভীবাজারের কুলাউড়ায় আদিবাসীসহ দেশের নানাস্থানে সাম্প্রদায়িক উস্কানি, বাড়ীঘর, ব্যবসা প্রতিষ্ঠান, উপাসনালয় অব্যাহত হামলা, ভাঙচুর, লুটপাট ও ভূমি জবর দখলের প্রক্রিয়ার প্রতিবাদে মানববন্ধন ও শান্তিপূর্ন র্যালি অনুষ্ঠিত হয়েছে।
১১ (আগস্ট) বুধবার বিকালে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বেলকুচি উপজেলা শাখার আয়োজনে মুকুন্দগাঁতী হাসপাতাল সংলগ্নে এই মানববন্ধন ও শান্তিপূর্ন র্যালি অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বেলকুচি উপজেলা শাখার সভাপতি জয় শংকর সাহা, সহ-সভাপতি বিমল চন্দ্র সরকার, সহ-সভাপতি, সুশীল কুমার সরকার, যুগ্ন-সাধারণ সম্পাদক রনি কুমার মিত্র, সাংগঠনিক সম্পাদক বিশ্বনাথ সুত্রধর, প্রচার সম্পাদক বিপ্লব চন্দ্র শীল,গণ যোগাযোগ বিষয়ক সম্পাদক সবুজ সরকার, ছাত্র বিষয়ক সম্পাদক উজ্জ্বল অধিকারী, পৌরসভার আহ্বায়ক কমিটির সদস্য মহাদেব চন্দ্র সরকার, নয়ন ঘোষ, নন্দ রাজবংশী, সনদ ঘোষ, ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সভাপতি লক্ষন চন্দ্র কর্মকার, সাধারন সম্পাদক দিলিপ কুমার সরকার, বিকাশ কুমার অভি, বিজয় কুমার হালদার, সুজন কুমার হালদার, সুব্রত কুমার হালদার, শ্রীবাস কুমার হালদার সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।