মেসির পোস্টার খুলে ফেলেছে বার্সেলোনা

0
186

খবর৭১ঃ বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিতে স্পেন থেকে প্যারিসের বিমানে ওঠার পরই লিওনেল মেসির পোস্টার খুলে ফেলে দেয় বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষ।

বছরে ৩৫০ কোটি টাকায় মেসির সঙ্গে চুক্তিসই করতে যাচ্ছে পিএসজি। আর্জেন্টাইন সুপারস্টারের সঙ্গে মঙ্গলবারই চুক্তি হওয়ার কথা পিএসজির।

মেসিকে স্বাগত জানাতে প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ার ভাড়া করেছে পিএসজি।

মেসির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পোস্ট করেছে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওআইসি স্পোর্টস।

সেখানে দেখা যায় তিন ছেলে সিরো, মাতেও ও থিয়েগো মেসি এবং স্ত্রী আন্তেনেল্লো রোকুজ্জেকে নিয়ে একটি কালো গাড়ি থেকে নামছেন লিওনেল মেসি। পরে দেখা যায় তাদের সঙ্গে আছেন মেসির বাবা ও তার অ্যাজেন্ট জর্জে মেসি।

সেই ভিডিও প্রকাশের পরই ন্যু ক্যাম্প থেকে খুলে ফেলা হয় মেসির ছবি। যা দেখে বার্সার মেসি ভক্তরা হতাশ হন।

মঙ্গলবার বার্সেলোনার এয়ারপোর্ট থেকে পরিবার নিয়ে ফ্রান্সের পথে রওনা দিয়েছেন মেসি।

ফ্রান্সের ক্রীড়া পত্রিকা লেকিপে জানিয়েছে, প্যারিসের ক্লাবটিতে যোগ দিতে কয়েক ঘণ্টার মধ্যেই প্যারিসে পৌঁছাবেন আর্জেন্টাইন সুপারস্টার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here