নড়াইলে শিল্পী এস এম সুলতানের মাজারে পুস্পমাল্য অর্পন

0
264

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৭তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও এস এম সুলতান ফাউন্ডেশনের আয়োজনে কোরআনখানী, শিল্পীর মাজারে পুস্পমাল্য অর্পন ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শিল্পীর মাজারে পুস্পমাল্য অর্পন করেন জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা শিল্পকলা একাডেমি, এস এম সুলতান আর্ট কলেজ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, চিত্রা থিয়েটার, গ্রেভ শিল্পোগোষ্টিসহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন। এসব কর্ম সূচিতে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যন অ্যাডভোকেট সোহরার হোসেন বিশ্বাস, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, পৌরমেয়র আঞ্জুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ফকরুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমী মজুমদার,অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো: রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানজিলা সিদ্দিকা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, সহকারী কমিশনার (ভূমী) কৃষ্ণা রায়।সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুন্ডু, সাধারন সম্পাদক শরফুল আলম লিটুসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ১৯২৪ সালের এই দিনে রূপসী চিত্রার পাড়ের নিভৃত পল্লী মাছিমদিয়ায় বোহেমিয়ান এই শিল্পীর জন্ম। মুক্ত বিহঙ্গের মতো ৭০ বছরের যাপিত জীবনে প্রাণ ও প্রকৃতির শিল্পী সুলতান তুলির আঁচড়ে চিরায়ত বাংলার রূপ-রস-গন্ধ আর ঘামে ভেজা মেহনতি মানুষের সঙ্গে নিজেকে বিলীন করে সৃষ্টি করেন ভুবনখ্যাত সব ছবি, রেখে যান সাধারণের মাঝে অসাধারণ হয়ে ওঠার অনন্য ইতিহাস, মানবপ্রেমের আদর্শ। যে আদর্শ অনাগত শিল্পীদের গভীর জীবনবোধ থেকে নিঃস্বার্থভাবে শিল্প সৃজনের নিরন্তর প্রেরণা যোগাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here