খবর৭১ঃ
ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা পরীমনির কস্টিউম ডিজাইনার জুনায়েদ করিম জিমির নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
শনিবার সকালে রাজধানীর বনানী থানায় মামলাটি করা হয়।
গোয়েন্দা পুলিশ (ডিবি) মামলাটির তদন্ত করছে বলে জানিয়েছেন গুলশানের বিভাগীয় উপকমিশনার আসাদুজ্জামান।
শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে গুলশান শুটিং ক্লাব এলাকা থেকে জিমিকে আটক করা হয়। জিমির কাছ থেকে ২২৫টি ইয়াবা বড়ি পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে বুধবার রাতে বিপুল পরিমাণ মাদকসহ বনানীর বাসা থেকে পরীমনিকে আটক করা হয়। এর কিছুক্ষণ পর কথিত প্রযোজক নজরুল ইসলাম রাজকে আটক করা হয়।