করোনা ও উপসর্গে তিন জেলায় ৬২ প্রাণহানি

0
172

খবর৭১ঃ করোনা ও উপসর্গে দেশের তিন জেলায় ৬২ জনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ, রাজশাহী ও চট্টগ্রামের হাসপাতালে বৃহস্পতিবার সকাল আটটা থেকে শুক্রবার সকাল আটটা পর্যন্ত সময়ে তাদের মৃত্যু হয়। এর মধ্যে ময়মনসিংহ মেডিকেলে সর্বোচ্চ ৩০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া রাজশাহী মেডিকেলে ১৫ জন এবং চট্টগ্রামে ১৭ জনের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর।

রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে করোনা ও উপসর্গে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পাঁচজন করোনায় এবং উপসর্গে দশজন মারা গেছেন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতাল এবং মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ৫৬৩ জনের নমুনা পরীক্ষায় ১৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৩ দশমিক ৮১ শতাংশ।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে নিহতদের মধ্যে পুরুষ সাতজন ও নারী আটজন। মৃতদের মধ্যে রাজশাহী জেলার আটজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের দুইজন, নওগাঁর একজন, কুষ্টিয়ার একজন ও পাবনার দুইজন ছিলেন।

করোনায় মারা যাওয়াদের মধ্যে রাজশাহীর তিনজন, নাটোরের একজন ও চাঁপাইনবাবগঞ্জের একজন। অন্যদিকে উপসর্গে মারা গেছেন রাজশাহীর পাঁচজন, নাটোরের একজন, নওগাঁর দুইজন, কুষ্টিয়ার একজন ও পাবনার দুইজন।

শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন করে ভর্তি হয়েছেন ৪৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৪ জন। করোনা আক্রান্ত হয়ে ১৮২ জন এবং উপসর্গ নিয়ে ২২১ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় রামেকে ৫১৩টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৪০৩ জন।

ময়মনসিংহ: ২৪ ঘণ্টায় করোনাভাইরাস ও উপসর্গে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একদিনে ৩০ জনের মৃত্যু হয়েছে। যা একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। মৃতদের মধ্যে ৮ নারী ও ২২ জন পুরুষ। এছাড়া নতুন করে ৪০২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন মহিউদ্দিন খান মুন এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, মৃতদের মধ্যে ১৬ জনের করোনা পজিটিভ ছিল। এছাড়া করোনার উপসর্গে মারা গেছেন ১৪ জন।

বর্তমানে করোনা ইউনিটে ৫২৫ জন চিকিৎসাধীন আছেন। ভর্তি হওয়া রোগীদের নমুনা পরীক্ষা করে ৩৫১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে আইসিইউতে ভর্তি ২৩ জন। এক দিনে নতুন করে ভর্তি হয়েছেন ৫১ রোগী। এ সময়ের মধ্যে ৮৭ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

চট্টগ্রাম: বৃহস্পতিবার সকাল আটটা থেকে শুক্রবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে চট্টগ্রামে ১৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১১৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২৯ দশমিক ৫০ শতাংশ।

শুক্রবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সরকারি হিসাব অনুসারে, চট্টগ্রামে এখন পর্যন্ত ৮৮ হাজার ৬৬০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট ১ হাজার ৩৬ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৭৭৭ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৭১২ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ৪০২ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের ৮ জন শহরের, অপর ৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here