পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় মটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী আবুল হোসেন (৬৫) নিহত হয়েছে। সে উপজেলার গদাইপুর ইউনিয়নের তোকিয়া গ্রামের মৃত ফুলচাঁন বিশ্বাসের ছেলে। বুধবার দুপুরে আবুল হোসেন বাইসাইকেল চালিয়ে উপজেলা সদরে আসার সময় বোয়ালিয়া মোড় নামকস্থানে উপজেলার গোপালপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে হৃদয় গাজীর মটরসাইকেলের ধাক্কায় পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে পাইকগাছা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন। ওসি এজাজ শফী জানান, মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাশ দাফনের অনুমতি দিয়েছেন।