টস হেরে ব্যাট করছে বাংলাদেশ

0
675

খবর৭১ঃ প্রথমবারের মতো ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণ টি-২০তে বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি অস্ট্রেলিয়া। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৩০ রান।

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো করার বিষয়ে আশাবাদী টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। টি-২০তে যে বাংলাদেশ ভালো দল, এই সিরিজে সেটাই প্রমাণ করতে চান তিনি।

অন্যদিকে সিরিজ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অজি অধিনায়ক ম্যাথু ওয়েড জানিয়েছেন, তাদের ভাবনায় থাকবেন সাকিব আল হাসান। দুই দলের দেখায় ব্যাট ও বল হাতে সেরা পারফর্মার তিনিই।

বাংলাদেশ স্কোয়াড:

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোহাম্মদ নাইম শেখ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রুবেল হোসেন, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম।

অস্ট্রেলিয়ার স্কোয়াড:

ম্যাথু ওয়েড (অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, ওয়েস অ্যাগার, জেসন বেহরেনডর্ফ, অ্যালেক্স ক্যারি, ড্যান ক্রিশ্চিয়ান, জশ হ্যাজলউড, মইসেস হেনরিকস, মিচেল মার্শ, বেন ম্যাকডেরমট, রিলে মেরেডিথ, জশ ফিলিপ, মিচেল স্টার্ক, মিচেল সুয়েপসন, অ্যাশটন টার্নার, অ্যান্ড্রু টাই ও অ্যাডাম জাম্পা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here