সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া

0
383

খবর৭১ঃ বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে অস্ট্রেলিয়া ক্রিকেট দল এখন বাংলাদেশে। আজ সন্ধ্যা ৬টায় শুরু হবে সেই সিরিজের প্রথম ম্যাচ। অস্ট্রেলিয়ার বিপক্ষে এটাই টাইগারদের প্রথম টি-টোয়েন্টি সিরিজ। এর আগে টি-টোয়েন্টিতে চার বার অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে টাইগাররা। সবগুলো ম্যাচই ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের।

নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চ ইনজুরিতে থাকায় ম্যাথু ওয়েডের নেতৃত্বে বাংলাদেশের বিপক্ষে খেলতে নামবে অজিবাহিনী। অন্যদিকে, যথারীতি মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বেই মাঠে নামবে টাইগাররা।

একনজরে দুই দলের আজকের সম্ভাব্য একাদশ:

অস্ট্রেলিয়া: জস ফিলিপে, বেন ম্যাকডারমট, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি/মইসেস হেনকিক্স, ম্যাথু ওয়েড (অধিনায়ক/ উইকেটরক্ষক),অ্যাশটন টার্নার, ড্যান ক্রিশ্চিয়ান, অ্যাশটন আগার, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজেলউড।

বাংলাদেশ: মোহাম্মদ নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, শামীম হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here