আইপিএলের জন্য বাংলাদেশে আসছে না ইংল্যান্ড

0
208

খবর৭১ঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সেপ্টেম্বরে বাংলাদেশে আসার কথা ছিল ইংল্যান্ড ক্রিকেট দলের। কিন্তু সেই সময়ে আইপিএল থাকায় বাংলাদেশ সফর স্থগিত করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

অক্টোবর নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে ভারতের আয়োজনে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। তার আগে আরব আমিরাতে হবে ভারতের জনপ্রিয় টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএল।

বিশ্বকাপের আগে আইপিএল থাকায় বাংলাদেশ সফর বাতিল করে আমিরাতের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে তারকা ক্রিকেটারদের আইপিলের জন্য ছাড়পত্র দেওয়ার চিন্তা ভাবনা করছে ইসিসি।

আইপিএলের কারণেই অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল ইংল্যান্ডের বাংলাদেশ সফর।

ডেইলি মেইল ও দ্য টেলিগ্রাফ জানিয়েছে, ইংল্যান্ডের খেলোয়াড়রা যেন আইপিএলে খেলতে পারেন, সেই কারণেই স্থগিত করা হয়েছে বাংলাদেশ সফর। আসলে তাদের পরিকল্পনায় পরিবর্তন আনতে হয়েছে। সেপ্টেম্বর-অক্টোবরে যখন বাংলাদেশে সফর ছিল, সেই সময় সংযুক্ত আবর আমিরাতে হবে আইপিএলের দ্বিতীয় পর্ব। যেহেতু মরুর দেশেই হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ, তাই আইপিএলকে বেছে নিয়েছে ইসিবি।

তবে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ হলে বাংলাদেশ সফরে আসত ইংল্যান্ড ক্রিকেট দল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here