শোকাবহ আগস্ট: মাসব্যাপী কর্মসূচি

0
276

খবর৭১ঃ শোকাবহ আগস্ট মাস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। শনিবার (৩১ জুলাই) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে শোকের মাসের বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে দলটি। করোনাভাইরাসের কারণে এবার সীমিত পরিসরে কঠোর স্বাস্থ্যবিধি মেনে পালনের সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন দলটি।
শোকাবহ আগস্টে আ. লীগের যত কর্মসূচি

কর্মসূচির মধ্যে রয়েছে- ১ আগস্টের প্রথম প্রহরে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের উদ্যোগে আলোর মিছিল। শোকের মাসের প্রথম দিন আজ সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ধানমন্ডি-৩২ নম্বরে ‘স্বেচ্ছায় রক্ত ও প্লাজমা দান’ কর্মসূচির আয়োজন করে কৃষক লীগ। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানের উদ্বোধন করেন।

এদিন বিকেল ৩টায় আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যালয় ও শহীদ মিনারে মাসব্যাপী কুরআন খতম এবং ২৩ বঙ্গবন্ধু এভিনিউসহ কেন্দ্রীয় শহীদ মিনারে অসহায়-দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ কার্যক্রম শুরু করবে।

৫ আগস্ট বৃহস্পতিবার বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের জন্মদিন উপলক্ষে সকাল সাড়ে ৮টায় ধানমন্ডি আবাহনী ক্লাব প্রাঙ্গণ এবং সকাল ৯টা ১৫ মিনিটে বনানী কবরস্থানে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করবে আওয়ামী লীগ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনগুলো। এদিন ঢাকা মহানগরের বিভিন্ন স্থানে এতিম ও দুস্থ মানুষদের মাঝে খাদ্য বিতরণ করবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। এ ছাড়া সন্ধ্যা ৭টায় ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করবে আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপকমিটি।

৭ আগস্ট শনিবার বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব স্মরণে সন্ধ্যা ৭টায় ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করবে আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপকমিটি। বঙ্গমাতা শহীদ ফজিলাতুননেছা মুজিবের জন্মদিন উপলক্ষে ৮ আগস্ট রোববার সকাল ৯টায় বনানী কবরস্থানে তার প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ, কুরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করবে আওয়ামী লীগ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনগুলো।

এদিন সকাল সাড়ে ১০টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয় ‘বাঙালির মহীয়সী নারী বেগম ফজিলাতুননেছা মুজিব’ শীর্ষক আলোচনা সভা এবং ১০০০ জন করোনা যোদ্ধা চিসিৎসকের মাঝে বিশেষ উপহার সামগ্রী বিতরণ করবে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক উপকমিটি।

৯ আগস্ট সোমবার ১৯ বঙ্গবন্ধু এভিনিউয়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিবের জন্মদিন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করবে আওয়ামী মৎস্যজীবী লীগ। ১১ আগস্ট বুধবার ২৩ বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় শোক দিবসের আলোচনা সভার আয়োজন করবে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। ১২ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ‘১৫ই আগস্ট হত্যাকাণ্ডের নেপথ্যে ষড়যন্ত্রকারীদের খুঁজতে তদন্ত কমিশন গঠনের দাবিতে’ ভার্চুয়ালি আলোচনা সভার আয়োজন করবে আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপকমিটি।

১৩ আগস্ট শুক্রবার ঢাকা মহানগরের বিভিন্ন স্থানে ১৫ আগস্ট শহিদদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল এবং অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করবে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ। বিকেল ৩টায় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণ ১৩-১৫ আগস্ট তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করবে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। ১৪ আগস্ট শনিবার বাদ আসর বনানী কবরস্থানে ১৫ আগস্ট শহিদদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল এবং অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ ঢাকা মহানগর উত্তর যুবলীগ। সকাল ১১টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে মহিলা শ্রমিক লীগ।

১৫ আগস্ট জাতীয় শোক দিবসে সূর্য উদয়ক্ষণে বঙ্গবন্ধু ভবন এবং কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে সংগঠনের সব স্তরের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হবে। সকাল সাড়ে আটটায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্মৃতিবিজড়িত ধানমন্ডির বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করবে আওয়ামী লীগ। এছাড়া ঢাকা মহানগর আওয়ামী লীগ, সহযোগী সংগঠনসহ মহানগরের প্রতিটি শাখার নেতাকর্মীরা যথাযথভাবে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবে।

এদিন সকাল ৯টা ১৫ মিনিটে বনানী কবরস্থানে ১৫ আগস্টের শহিদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন, মাজার জিয়ারত, ফাতেহা পাঠ, মোনাজাত ও মিলাদ মাহফিলের আয়োজন করা হবে। সকাল ১১টায় টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

ওই কর্মসূচিতে বাংলাদেশ আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল, গোপালগঞ্জ জেলা ও টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত থাকবেন। বাদ জোহর দেশের সব মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল এবং সুবিধামতো সময়ে মন্দির, প্যাগোডা, গির্জা, উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। দুপুরে অসচ্ছল, এতিম ও দুস্থ মানুষদের মাঝে খাদ্য বিতরণ করা হবে। বাদ আসর বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে।

১৬ আগস্ট সোমবার বিকেল সাড়ে ৩টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয় জাতীয় শোক দিবসের আলোচনা সভার আয়োজন করবে আওয়ামী লীগ। কর্মসূচিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলো অংশগ্রহণ করবে। ১৭ আগস্ট মঙ্গলবার সকাল ১১টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে ২০০৫ সালে দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে আলোচনা সভার আয়োজন করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

এদিন সিরিজ বোমা হামলার প্রতিবাদে সব সাংগঠনিক ইউনিটে (শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়া) যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে কালো পতাকা উত্তোলন ও ১ মিনিট নীরবতা পালন করবে বাংলাদেশ ছাত্রলীগ। এদিন সকাল ১১টায় আলোচনা সভার আয়োজন করবে আওয়ামী মৎস্যজীবী লীগ।

১৮ আগস্ট বুধবার সকাল সাড়ে ১০টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয় ‘প্রাকৃতিক দুর্যোগ প্রশমনে বঙ্গবন্ধুর দর্শন এবং বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভা এবং করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ করবে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটি। বিকেল ৩টায় কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় শোক দিবসের আলোচনা সভার আয়োজন করবে যুব মহিলা লীগ।

১৯ আগস্ট বৃহস্পতিবার কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় শোক দিবসের আলোচনা সভা করবে মহিলা আওয়ামী লীগ। ২০ আগস্ট শুক্রবার সকাল ১১টায় একই স্থানে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ শোক দিবসের আলোচনা সভার আয়োজন করবে। একইদিন আলোচনা সভার আয়োজন করবে আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর উত্তর। কৃষিবিদ ইনস্টিটিউটে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করবে বাংলাদেশ কৃষক লীগ।

২১ আগস্ট শনিবার সকাল ১০টায় কেন্দ্রীয় কার্যালয়ে ২০০৪ সালের ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবে আওয়ামী লীগ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনগুলো। ২২ আগস্ট রোববার ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলার প্রতিবাদে ভার্চুয়াল আলোচনা সভা ও মোমবাতি প্রজ্বালন কর্মসূচির আয়োজন করবে যুব মহিলা লীগ। একইদিন ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলার প্রতিবাদে আলোচনা সভা করবে ছাত্রলীগ।

২৪ আগস্ট মঙ্গলবার নারী নেত্রী বেগম আইভি রহমানের স্মরণে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করবে আওয়ামী লীগ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনগুলো। ২৫ আগস্ট বুধবার রাত ৮টায় বেগম আইভি রহমানের স্মরণে ভার্চুয়াল সভার আয়োজন করবে মহিলা আওয়ামী লীগ। এদিন কৃষিবিদ ইনস্টিটিউটে বঙ্গবন্ধুর জীবনীর ওপর বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করবে বাংলাদেশ কৃষক লীগ।

২৬ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করবে জাতীয় শ্রমিক লীগ। জাতীয় শোক দিবস ও গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করবে আওয়ামী মৎস্যজীবী লীগ। ২৮ আগস্ট শনিবার জাতীয় শোক দিবসের আলোচনা সভা করবে তাঁতী লীগ।

এ ছাড়া ২৯ আগস্ট রোববার জাতীয় শ্রমিক লীগ, ৩০ আগস্ট সোমবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, ৩১ আগস্ট মঙ্গলবার কৃষক লীগ আলোচনা সভার আয়োজন করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here