করোনায় আরও ২১৮ জনের মৃত্যু

0
249

খবর৭১ঃ দেশে একদিনে করোনায় আরও ২১৮ জনের মৃত্যু হয়েছ। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২০ হাজার ৬৮৫ জনের। এর মধ্যে শুধু জুলাই মাসেই করোনায় প্রাণহানি হয়েছে ৬ হাজার ১৮২ জনের।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন ৯ হাজার ৩৬৯ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১২ লাখ ৪৯ হাজার ৪৮৪ জন। এরমধ্যে চলতি জুলাই মাসেই শনাক্ত রোগীর সংখ্যা ৩ লাখ ৩৬ হাজার ২২৬ জন।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩০ দশমিক ২৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ১৭ জন এবং এখন পর্যন্ত ১০ লাখ ৭৮ হাজার ২১২ জন সুস্থ হয়ে উঠেছেন।

এতে আরও জানানো হয়, ৬৪৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৩০ হাজার ৯৭৬টি নমুনা সংগ্রহ এবং ৩০ হাজার ৯৮০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৭৭ লাখ ৪০ হাজার ৮৯৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩০ দশমিক ২৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ২৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৬৬ শতাংশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here