রেদোয়ান হোসেন জনি, মিরসরাইঃ
মিরসরাইয়ের করেরহাট ইউনিয়ন ২নং ওয়ার্ডের জয়পুর পূর্ব জোয়ার গ্রামের শুভপুর বাসষ্টেশন এলাকায় শিবু মল্লের বাড়িতে সিঁধ কেটে চুরির ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে শিবু মল্লের বসতঘরে চোর সিঁধ কেটে ডুকে আলমারির তালা ভেঙে গরু বিক্রির নগদ ১ লক্ষ টাকা, ৩ ভরি স্বর্ণ, ১ টি মোবাইল নিয়ে যায়।
এদিকে চুরিরোধে করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন ইউনিয়ন পরিষদের চৌকিদার দিয়ে রাতে এলাকা পাহারা দেওয়ার ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন। এছাড়া তিনি থানা পুলিশ ও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতাও কামনা করেন।