সুন্দরগঞ্জে গাঁজা ব্যবসায়ী গ্রেপ্তার

0
410

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ আলামিন ওরফে রুবেল (২৪) নামে এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই সেলিম রেজা সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান চালান। এতে উপজেলা পরিষদ জামে মসজিদ সংলগ্ন প্রধান সড়ক থেকে গাঁজা ব্যবসায়ী রুবেলকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত রুবেল কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার হাউড়িভিটা গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে। সে ব্যাগ ভর্তি উক্ত পরিমাণের গাঁজা বিশেষ কায়দায় পাঁচার করাকালে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) বুলবুল ইসলাম জানান, এ ব্যপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা রুজু করে আসামীকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here