চেয়ারম্যানের ছেলে সোহাগের মৃত্যুতে এমপি এনামুল হকের শোক

0
295

বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, চেয়ারম্যান মকবুল হোসেন মৃধার একমাত্র ছেলে মনিরুজ্জামান সোহাগ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মনিরুজ্জামান সোহাগের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।

বৃহস্পতিবার ভোর চারটায় রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ২৭ বছর। মরহুম মনিরুজ্জামান সোহাগের বাড়ি শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামে। মৃত্যুকালে মা-বাবা, স্ত্রী-সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

আজ বিকেল পাঁচ ঘটিকায় শ্রীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাযায় নামাজ শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হবে।

মরহুম মনিরুজ্জামান সোহাগের বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এমপি এনামুল হক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here