চুয়াডাঙ্গা প্রতিনিধি: কঠোর লকডাউনের ৬ষ্ঠ দিনে চুয়াডাঙ্গায় সড়কে বেড়েছে যানবাহনের চাপ। দেখে বোঝার উপায় নেই যে দেশে কঠোর লকডাউন চলছে। আজ বুধবার সকাল থেকে শহরের রাস্তাঘাটে ব্যক্তিগত যানবাহন প্রাইভেট কার, মোটরসাইকেলের পাশাপাশি মাইক্রোবাস, ব্যাটারিচালিত ইজিবাইক, পাখি ভ্যান, আলমসাধু অবাধে চলাচল করছে । ছোট খাট অনেক দোকানদার দোকান অর্ধেক খুলে রেখে বেচাকেনা করছে। শহরের রেল বাজার, শহীদ হাসান চত্তর,কোর্ট মোড়,কবরী রোড ঘুরে দেখা গেছে সর্বত্র যানবহনের অবাদ চলাচল। সাথে বেড়েছে সাধারণ মানুষের ভিড়। নিত্যপ্রয়োজনীয় পন্য কেনা থেকে শুরু করে নানা অজুহাতে ঘর থেকে বেড়াচ্ছে তারা। জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বেড় হয়ে অনেকে আইন শৃংখলা বাহানীর জিজ্ঞাসাবাদের মুখে পরতে হচ্ছে। আবার স্বাস্থ্য বিধি লংঘন করায় ভ্রাম্যমান আদাল কেউ কেউ গুনেছে জরিমানা। দোকান বন্ধ থাকলেও ক্রেতা আসলে দোকানের সাটার খুলে মালামাল বিক্রি হচ্ছে হরদম। দুপুর ১২টায় শহরের গুরুত্বপূণ এলাকা ঘুরে এসব দূশ্য চোখে পরে। এদিকে স্বাস্থ্য বিধি লংঘন করায় ভ্রাম্যমান আদালত ২১ জনকে ১৫ হাজার টাকা জরিমানা করছে।