খবর ৭১: এবার বিচ্ছেদের খবর জানিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ন্যান্সি। বুধবার (২৮ জুলাই) নিজের ফেসবুকে এ বিষয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। জানিয়েছেন, বিচ্ছেদ কখনো মধুরও হয়।
ভেরিফায়েড পেইজে দেওয়া স্ট্যাটাসে ন্যান্সি লেখেন, ‘সংসার জীবনে বিচ্ছেদ মানেই মানসিক নিপীড়ন, পরিবারের দূর সম্পর্কের আত্মীয়দের টিপ্পনি, সমাজের নোংরা কথা… ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্ত নিজের ওপর ভরসা থাকলে এই কঠিন সময়টাও সহজ হয়ে যায়। আমার বেলায় তাই হয়েছে।’
ন্যান্সি আরও লেখেন, ‘দুটো মানুষ একে অপরের বিরক্তির কারণ না হয়ে বরং সম্মানের সঙ্গে আলাদা হয়ে যাওয়াই শ্রেয়। নতুন পথে যাত্রা শুরু করলাম। তাই বলি, বিচ্ছেদ কখনো মধুরও হয়।’
স্ট্যাটাসের সূত্র ধরে ন্যান্সির নতুন পথের যাত্রা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘ঘটা করে দিন-তারিখ বলা আমাদের উচিত না। মিউচুয়্যাল ডিভোর্স হয়েছে আমাদের। এর বেশি আর কিছু বলতে চাই না। আমাদের দুজনের পরিবার আছে, পারিবারিক সম্মান আমি নষ্ট করতে চাই না।’
ন্যান্সি আরও বলেন, ‘খুব শিগগিরই নতুন জীবন শুরু (বিয়ে) করতে যাচ্ছি। একা থাকা আসলেই সম্ভব না। বলা সহজ কিন্তু বাস্তবেই একা থাকা সম্ভব না। তাই আমি নতুন একটি পথের যাত্রা শুরু করার কথা ভাবছি।’
এর আগে গেল ২৫ এপ্রিল একটি স্ট্যাটাস দিয়েছিলেন ন্যান্সি। লিখেছেন, ‘আমি এবং জায়েদ দীর্ঘদিন ধরেই আলাদা থাকছি। তবে মাঝে মধ্যেই আমাদের দেখা অথবা ফোনালাপ হয়। আমার এবং জায়েদের একমাত্র কন্যা সন্তান নায়লা তার বাবার সাথেই থাকে। নায়লাকে নিজের কাছে রাখার সিদ্ধান্ত এককভাবে জায়েদের।’