খবর৭১ঃ সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত করোনায় আক্রান্ত হয়েছেন। গত কয়েকদিন ধরে অসুস্থ থাকায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার করোনো পরীক্ষা করানো হয়। গত রোববার তার করোনা পরীক্ষায় পজিটিভ আসে।
একই সঙ্গে তার বড় ছেলে শাহেদ মুহিতও করোনায় আক্রান্ত হয়েছেন। আবদুল মুহিতের ছোট ভাই পল্লী শিশু ফাউন্ডেশন ও রাজধানীর ডেল্টা হাসপাতালের চেয়ারম্যান এ এস এ মুয়িয সুজন সংবাদমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন। তিনি পরিবারের পক্ষ থেকে আবুল মাল আবদুল মুহিতের সুস্থতার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।
মঙ্গলবার বিকালে মুহিতের ব্যক্তিগত সহকারী কিশোর ভট্টাচার্য জনি বলেন, ৩-৪ দিন আগে তার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। সোমবার রাজধানীর স্কয়ার হাসপাতালে চেকআপ করেছেন। বর্তমানে তিনি বনানীর বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। আপাতত জটিল কোনো সমস্যা দেখা দেয়নি।