এ.এস.লিমন, রাজারহাট (কুড়িগ্রাম) থেকে:
কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম রাজারহাট উপজেলার সাতটি ইউনিয়নের ৬৫ জন গ্রাম পুলিশের মাঝে একটি করে বাইসাইকেল, পোশাক এবং সাজসরঞ্জামাদি বিতরণ করেছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বাইসাইকেল বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিলুফা ইয়াছমিন, রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকলিমা বেগম সহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ।