ভারতে একদিনে করোনায় ৪১৬ জনের মৃত্যু

0
266

খবর৭১ঃ

করোনাভাইরাসে বিপর্যস্ত ভারতে একদিনে ৪১৬ জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে আক্রান্ত হিসাবে শনাক্ত হয়েছেন ৩৯ হাজার ৩৬১ জন।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

এ নিয়ে দেশটিতে করোনায় মারা গেলেন চার লাখ ২০ হাজার ৯৬৭ জন, আক্রান্ত হয়েছেন তিন কোটি ১৪ লাখ ১১ হাজার ২৬২ জন।

গত মার্চের মাঝামাঝি ভারতে একদিনে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। তার পর দেশটিতে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ে।

গত ৭ মে ভারতে একদিনে সর্বোচ্চ চার লাখ ১৪ হাজারের বেশি রোগী শনাক্তের তথ্য জানানো হয়। ভারত থেকে ছড়িয়ে পড়া করোনার অতিসংক্রামক ডেল্টা ধরন-এর পেছনে ভূমিকা রেখেছে। মাঝে আক্রান্তের হার ও মৃত্যু কমে আসে। কিন্তু এর মধ্যে ফের মৃত্যু বেড়ে যাওয়ায় ভারতের জন্য অশনিসংকেত।

সোমবার পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৪১ লাখ ৭৫ হাজার ১২৯ জনের, করোনাক্রান্ত হয়েছেন ১৯ কোটি ৪৮ লাখ ৩৫ হাজার মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here