খবর৭১ঃ টোকিও অলিম্পিকে নতুন ইতিহাস গড়লেন দুই জাপানি ভাইবোন উতা আবে ও হিফুমি আবে।
প্রথমে জুডোয় স্বর্ণজয় করে আনলেন বোন উতা আবে। এর এক ঘণ্টা পার হওয়া আগেই সোনার পদকে চুমু আঁকলেন ভাই হিফুমি আবে।
এটি অলিম্পিকের ইতিহাসে অনন্য এক রেকর্ড, যা আগের কোনো ইভেন্টে ঘটেনি। অলিম্পিকের ইতিহাসে এই প্রথম একই দিনে দুই সহোদর সোনা জয়ের কীর্তি গড়লেন।
রোববার জুডোর মেয়েদের ৫২ কেজি শ্রেণিতে সোনা জিতেন উতা। বোনের সাফল্যের পর ৬৬ কেজি শ্রেণিতে জর্জিয়ার ভাজা মার্গভেলাশভিলিকে সহজেই হারিয়ে সোনা জেতেন হিফুমি।