করোনায় মিরসরাই পৌর মহিলা কাউন্সিলর রিজিয়া বেগমের মৃত্যু

0
303

মিরসরাই প্রতিনিধিঃ-

করোনা আক্রান্ত হয়ে মিরসরাই পৌরসভার ৪ বারের মহিলা কাউন্সিলর রিজিয়া বেগম
ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।
রবিবার (২৫ জুলাই) সকাল ১০ টায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন। তিনি করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন যাবত চিকিৎসাধীন ছিলেন।

রিজিয়া মিরসরাই উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও মিরসরাই পৌরসভার ১, ২ ও ৩ নং ওয়ার্ডের টানা ৪ বারের সংরক্ষিত মহিলা কাউন্সিলর, মিরসরাই পৌরসভার ৩নং ওয়ার্ডের নোয়াপাড়া এলাকার জামাল উল্লাহ ইঞ্জিনিয়ার বাড়ির মৃত মোশাররফ হোসেনের স্ত্রী এবং চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপুর মা।

রবিবার বাদ আছর মিরসরাই পৌরসভার ঈদগাহ মাঠে তার জানাযা অনুষ্ঠিত হয়।

রিজিয়া বেগমের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে উত্তর জেলা আওয়ামী লীগ, কেন্দ্রীয় ছাত্রলীগ, উত্তর জেলা ছাত্রলীগ, মিরসরাই উপজেলা আওয়ামী লীগ, মিরসরাই পৌরসভা আওয়ামী লীগ, উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, একদিন আগে গতকাল শনিবার বিকেলে রিজিয়া বেগমের মেঝবোনও করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here