খবর ৭১: তিন ম্যাচ টি-২০ সিরিজের শেষ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে বল করছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা বিরাজ করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ৩ ওভার শেষে কোন উইকেট না হারিয়ে ৩০ রান।
প্রথমবারের মতো দেশের বাইরে পূর্ণাঙ্গ সিরিজে তিন ফরম্যাটের ট্রফিই জয়ের সুযোগ টাইগারদের। এর আগে দেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজে সব ট্রফি জয়ের নজির থাকলেও তা দেশের বাইরে নয়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সবচেয়ে বন্ধুপ্রতিম হয়তো জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। আমন্ত্রণ জানালেই চলে আসে তারা। গত ৭ বছরে ৭ বার বাংলাদেশ সফরে এসেছে আফ্রিকার দেশটি। স্বাভাবিকভাবেই তাদের বিপক্ষে টাইগারদের রেকর্ডও ঈর্ষণীয়। গেল বছর সবশেষ সফরে তিন ফরম্যাটের তিন সিরিজই জিতেছিল বাংলাদেশ।
দেশের মাটিতে এমন ক্লিন সুইপের রেকর্ড থাকলেও, বিদেশের মাটিতে এখনও সে কীর্তি গড়া বাকি। অবশ্য দেশের বাইরে পূর্ণাঙ্গ সিরিজ খেলার সুযোগ খুব কমই আসে সাকিব-মুশফিকদের।
সবশেষ ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলেছিল বাংলাদেশ। সেবার ওয়ানডে-টি-২০ সিরিজ জিতলেও, টাইগাররা হেরে গিয়েছিল টেস্ট।
অবশ্য সেবারই প্রথম না। ওয়েস্ট ইন্ডিজে এর আগেও এই কীর্তি গড়ার সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। ২০০৯ সালে খর্ব শক্তির উইন্ডিজ দলকে টেস্ট-ওয়ানডেতে হারালেও টি-২০ সিরিজে হারাতে পারেনি সাকিবের দল।
সেই আক্ষেপ ঘোচানোর সুযোগ এসেছে এবার। জিম্বাবুয়ের বিপক্ষে আগেই টেস্ট ও ওয়ানডে সিরিজ নিশ্চিত করা টাইগাররা গেল ম্যাচেই পারতো এ বৃত্ত পূরণ করতে। কিন্তু দলের ব্যাটিং ব্যর্থতা অপেক্ষা বাড়িয়েছে। তাই শেষ টি-২০ জিতলে,সিরিজ জয়ের সঙ্গে অর্জনের খাতায় যোগ হবে নতুন আরেকটি অধ্যায়।
ডু অর ডাই ম্যাচ, হারলেই সিরিজ হাতছাড়া হয়ে যাবে। প্রথমবারের মতো জিম্বাবুয়েতে এমন চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ায়, কিছুটা ব্যাকফুটে টিম বাংলাদেশ।
তবে দলীয় পরিকল্পনা মাঠে ঠিকঠাক কাজে লাগানো গেলে জেতাটা কষ্টকর হবে না বলে মনে করেন পেসার শরিফুল ইসলাম। মুস্তাফিজের অনুপস্থিতিতে বাড়তি দায়িত্ব নিতেও নিজের প্রস্তুতির কথা জানান এ তরুণ ক্রিকেটার।
রোববার জিম্বাবুয়ের বিপক্ষে সিরেজের শেষ টি টোয়েন্টি খেলতে মাঠে নামবেন টাইগাররা। খেলাটি শুরু হবে বিকাল সাড়ে ৪টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও গাজী টিভি।
জিম্বাবুয়ে সিরিজ শেষে দেশে এসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।