চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ১ জন এবং উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৬৭ জনের মৃত্যুর ঘটনা ঘটলো।
এদিকে, গত ২৪ ঘন্টায় ৩৩২ জনের নমুনা পরীক্ষা করে ৬৯ জন করোনা শনাক্ত হয়েছে।যা পরীক্ষা বিবেচনায় শতকরা ২০.৭৮ ভাগ। এ নিয়ে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ১৮৮৭ জন। এর মধ্যে হাসপাতালে ১০৪ জন এবং বাড়িতে ১৭৮৩ জন চিকিৎসা নিচ্ছেন।
করোনায় ও উপসর্গে মৃত্যু হওয়া ৬ জনই সদর হাসপাতালে রেড ও হলুদ জোনে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।
চুয়াডাঙ্গায় ৩য় দিনে ঢিলেঢালা লকডাউন চলছে:৮৪ জনকে ৭৩ হাজার টাকা জরিমান
চুয়াডাঙ্গায় লকডাউনের ৩য় দিন ঢিলেঢালাভাবে চলছে। সেইসাথে সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কিছুটা কম রয়েছে। তবে গত ২৪ ঘন্টায় ভ্রাম্যমান আদালত বিধিনিষেধ অমান্য করায় ৮৪ জনকে ৭৩ হাজার ৫০ টাকা জরিমানা করেছে। এছাড়া এক জনকে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
এদিকে লকডাউনে দোকান, শপিংমল, গনপরিবহন বন্ধ রয়েছে। এরপরও বিধি নিষেধ না মেনে অনেকে বিভিন্ন অজুহাতে রাস্তায় বের হচ্ছেন।