স্বামী গ্রেফতারের আগে করা শিল্পার যে পোস্ট নিয়ে মেতেছে ভারতীয়রা

0
331

খবর৭১ঃ পর্নো ভিডিও তৈরি ও অ্যাপের মাধ্যমে সেগুলো সরবরাহ করার অভিযোগে গ্রেফতার হয়ে এখন কারাগারে বলিউড অভিনেত্রী শিল্পী শেঠির স্বামী ও ব্যবসায়ী রাজ কুন্দ্রা।

গত ১৯ জুলাই পর্যাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে রাজ কুন্দ্রাকে থানায় ডাকে মুম্বাই পুলিশ। রাজ এসে হাজির হন। কিছু জিজ্ঞাসাবাদের পরই তাকে গ্রেফতার দেখায় মুম্বাই পুলিশ।

ঘটনার ঠিক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন অভিনেত্রী শিল্পা শেঠি।

যা এখন আলোচনার শিরোনামে। ভারতীয় নেটিজেনরাও সেই পোস্ট নিয়ে নানা মন্তব্য করতে উঠে পড়ে লেগেছেন। পোস্টটি এই চার দিনে প্রায় সাড়ে ২৩ লাখ ভিউ হয়েছে।

স্বামী রাজকে গ্রেফতারের আগে কি লিখেছেন শিল্পা?

শিল্পা তার ইনস্টাগ্রামে লিখেছিলেন- ‘মাথা ঠাণ্ডা রাখার শক্তি অর্জন করুন।’

ইনস্টাগ্রামে একটি বিশেষ যোগাভ্যাসের ভিডিও পোস্ট করে শিল্পা লিখেছিলেন- ‘আমাদের চারপাশে যা ঘটছে, তা বদলে দেয়ার শক্তি আমাদের সবসময় থাকবে না। কিন্তু আমাদের নিজেদের ভেতরের অবস্থাকে নিয়ন্ত্রণ করতে পারি আমরাই। আর তা সম্ভব একমাত্র যোগের মাধ্যমে। মাথা ঠাণ্ডা রাখার শক্তি অর্জন করুন। অপ্রয়োজনীয় চিন্তা দূর করুন। ছড়িয়ে-ছিটিয়ে থাকা ভাবনাগুলোকে এক জায়গায় আনুন। ত্রাতক যোগের দ্বারা আপনার মনঃসংযোগ বৃদ্ধি করুন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here