খবর৭১ঃ দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন যুব জাগপার কেন্দ্রীয় কমিটির আহবায়ক মীর আমির হোসেন আমু ও সদস্য সচিব ইসহাক মীর।
তারা বলেন, করোনা ভাইরাসের ভয়াবহ সংক্রমণের পাশাপাশি ভয়াবহ বন্যার আঘাতে বাংলাদেশের অনেক জেলাই দারুণভাবে ক্ষতিগ্রস্ত। এসময়ে বিপর্যয়কর পরিস্থিতিতে পরস্পরের সহযোগিতা ও ক্ষতিগ্রস্তদের জন্য ত্যাগ স্বীকারের মাধ্যমে ঈদ-উল-আজহা উদযাপন করতে হবে।
মঙ্গলবার (২০ জুলাই) দেশবাসীকে ঈদ-উল-আজহা এর উপলক্ষে গণমাধ্যমে প্রেরিত এক শুভেচ্ছা বার্তায় নেতৃদ্বয় এ আহ্বান জানান।
নেতৃবৃন্দ আরও বলেন পবিত্র ঈদ-আজহার এই শুভক্ষণে করোনার প্রাদুর্ভাবে মৃত্যুবরণকারীদের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে আক্রান্ত ও অসুস্থদের আশু সুস্থতা কামানা করেন। তারা বাংলাদেশের জনগণ ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন।