ফ্রান্সে সাংবাদিকদের ফোনে আড়ি পাতা নিয়ে তদন্ত শুরু

0
295

খবর৭১ঃ ইজরাইলি ম্যালওয়ার পেগাসাসের মাধ্যমে ফরাসি সাংবাদিকদের ফোনে আড়িপাতা নিয়ে বিশেষ তদন্ত শুরু হচ্ছে ফ্রান্সে।

বিভিন্ন ফরাসি সাংবাদিকের ফোনে মরক্কোর গোয়েন্দা সংস্থা এই ম্যালওয়ার ব্যবহার করে নজরদারি চালিয়েছে বলে অভিযোগ ওঠার পর এ তদন্ত শুরু করেছে দেশটির সরকার।খবর আরব নিউজের।

ইতিমধ্যে ব্যক্তিগত পরিসরে অবৈধ প্রবেশ, ফোনে আড়ি পাতা, অপরাধমূলক ষড়য়ন্ত্রর মতো ১০টি অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করার কথা জানানো হয়েছে।

সোমবার পেগাসাস-কাণ্ড নিয়ে মিডিয়াপার্ট নামে একটি সংস্থা অভিযোগ দায়ের করে। পাশাপাশি, লা কানরাড নামে একটি পত্রিকাও পৃথক অভিযোগ দায়ের করতে চলেছে।

যদিও এই অভিযোগ অস্বীকার করেছে মরক্কো এবং ইসরাইলি ওই প্রতিষ্ঠানটিও।

প্যারিসভিত্তিক সাংবাদিকদের সংগঠনের অভিযোগ, ইসরাইলি ওই ম্যালওয়্যার ব্যবহার করে ১৬টি সংবাদ সংস্থা ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সঙ্গে সম্পৃক্ত ৫০ হাজার মোবাইল থেকে তথ্য চুরি করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here