সৈয়দপুরে করোনা রোগীদের বিনামূল্যে অক্সিজেন সেবা কার্যক্রমের উদ্বোধন

0
253

মিজানুর রহমান মিলন সৈয়দপুর :
নীলফামারীর সৈয়দপুরে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য বাড়ি বাড়ি গিয়ে বিনামূল্যে অক্সিজেন সরবরাহের সেবা কার্যক্রম শুরু হয়েছে। সৈয়দপুরের স্বনামধন্য প্রতিষ্ঠান ইকু গ্রুপের সার্বিক সহযোগিতায় সংযোগ সৈয়দপুর নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এ কার্যক্রম শুরু করেছে। আজ সোমবার দুপুরে শহরের বিমানবন্দর সড়কে ইকু হেরিটেজ হোটেল এ্যান্ড রিসোর্ট চত্বরে ফিতে কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ও সংযোগ সৈয়দপুরের চিকিৎসা পরামর্শক ডা. আরমান হোসেন রনি।

অক্সিজেন সেবা প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী সংগঠন সংযোগ’র উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবী শিল্পপতি আলহাজ্ব মো. সিদ্দিকুল আলম সিদ্দিকসহ সাংবাদিক এম আর আলম ঝন্টু, রেলওয়ে জাতীয় শ্রমিক পার্টির নেতা মো. মনছুর আলী, সদস্য সচিব নওশাদ আনসারী ও সংযোগ সৈয়দপুরের সদস্য এইচ এ ফেরদৌস, খন্দকার আবিদা সুলতানা, আলমগীর হোসেন, সামিউল আলিম, ওমর ফারুক, মঞ্জুর আলম, তপুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সংযোগ সৈয়দপরের আহবায়ক মো. ইরফান আলম ইকুর তত্বাবধানে এ অক্সিজেন সরবরাহ কার্যক্রম পরিচালিত হবে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায় প্রথমে চিকিৎসকের ০১৭৬৩১৯৭৩০০ নম্বরের মুঠোফোনে কল করে রোগীর সার্বিক পরিস্থিতি জানাতে হবে। এক্ষেত্রে চিকিৎসক রোগীর অবস্থা জেনে যদি মনে করেন রোগীর অক্সিজেন প্রয়োজন,তখন চিকিৎসকের পরামর্শে সংগঠনের স্বেচ্ছাসেবকরা অক্সিজেন সিলিন্ডার দ্রুততম সময়ের পৌঁছে দিয়ে রোগীকে অক্সিজেন সেবা দেবেন। তবে জরুরী প্রয়োজনে সরাসরি অক্সিজেন এর জন্য নির্দিষ্ট ০১৮৩৩৬৮৮৮৪৪ এবং ০১৯২৫৪০৪৮৪০ নম্বরের ফোন পেলেই করোনা আক্রান্ত রোগীদের নিজ বাড়িতে কিংবা হাসপাতালে পৌঁছে দেওয়া হবে অক্সিজেন সিলিন্ডার। অক্সিজেন সরবরাহে সেবা কার্যক্রম পরিচালনা করা স্বেচ্ছাসেবী সংগঠন সংযোগ সৈয়দপুরের আহ্বায়ক ইরফান আলম ইকু জানান, সৈয়দপুরে করোনায় আক্রান্ত বিভিন্ন বয়সী রোগীর সংখ্যা যেভাবে দিন দিন বাড়ছে, তাতে করোনায় আক্রান্ত রোগীদের সবচেয়ে বেশী প্রয়োজন অক্সিজেন। কিন্তু অনেক সময় দেখা দিচ্ছে অক্সিজেনের সংকট। ফলে সার্বিক অবস্থা বিবেচনায় রোগীদের জন্য অক্সিজেন নিয় টেনশন দূর করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। এ জন্য তিনি সৈয়দপুরবাসীর সর্বাত্মক সহযোগিতায় কামনা করেছেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here