তালায় গাঁজা গাছসহ স্বামী স্ত্রী আটক

0
561

সেলিম হায়দার ,তালা :
সাতক্ষীরার তালায় ছয়টি গাঁজা গাছসহ স্বামী স্ত্রী আটক হয়েছে। শনিবার (১৯ আগষ্ট) বিকাল ৩টার দিকে উপজেলার জেঠুয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।
পুলিশসূত্রে যানাযায়, উপজেলার জেঠুয়া গ্রামে মো. আনিচুজ্জামান সরদার ওরফে গুশাই আনিচ (৪৫) তার বাড়ির পাশে নিজ জমিতে গাঁজার গাছ চাষ করে আসছিল। শনিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে তালা থানার তদন্ত অফিসার মনঞ্জুরুল হাসান মাসুদ’র নেতৃত্ব গুশাই আনিচের বাড়িতে অভিযান চালিয়ে ছয়টি গাঁজা গাছসহ আনিচ্জ্জুামান সরদার ওরফে গুশাই আনিচ ও তার স্ত্রী রানু বেগম (৩২) আটক করা হয় । এ ব্যাপারে তালা থানায় ১৯৯০ সালের মাদ্রকদ্রব্য আইনে নিয়মিত মামলা হয়েছে ।

খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here