ভারতের সঙ্গে ৩১ জুলাই পর্যন্ত সীমান্ত বন্ধ

0
273

খবর৭১ঃ মহামারি করোনাভাইরাসের কারণে ভারতের সঙ্গে বাংলাদেশের আগামী ৩১ জুলাই পর্যন্ত সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

মঙ্গলবার গণমাধ্যমকে এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস।

সচিব বলেন, কোভিড পরিস্থিতির কারণে সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।এই সময়ে স্থল সীমান্ত বন্দর দিয়ে বাংলাদেশিরা সপ্তাহে তিন দিন প্রবেশ করতে পারবেন।যারা আসবেন তাদের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে।

উল্লেখ্য, করোনা পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় গত এপ্রিল থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের সব সীমান্ত বন্ধ রয়েছে।এরমধ্যে কয়েকটি স্থল সীমান্ত বন্দর দিয়ে ভারত থেকে বাংলাদেশিরা ফেরার জন্য সুযোগ করে দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here